Dec 09, 2022
Anurupa Chakraborty
দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে দুজনেই পৌঁছেছিলেন বিশ্বনাথের দরবারে
বেনারস গিয়েছেন আর মহাদেবের কাছে যাবেন না এও আবার হয়?
নিয়ম-নিষ্ঠা মেনে পুজো করছেন দুই তারকা। মহাদেবের অভিষেক করেছেন দুজনেই।
নতুন নয়, প্রজাপতি ছবির শুটিং করতে গিয়েছিলেন সেখানে। তখনই মুহূর্ত বন্দি এই ছবি।
ছবির গান রিলিজ নিয়েই অভিনেতা বললেন, প্রথম গান আপনাদের ভাল লেগেছে, ভালবাসা দিয়েছেন সেই জন্য ধন্যবাদ।
বেনারসের মুহূর্ত উপভোগ করতেও দেখা গিয়েছে দেবকে।
সঙ্গে ছিলেন পরিচালক অভিজিৎ সেন, এখন প্রোমোশন নিয়ে খুব ব্যাস্ত তিনি।