এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

বিয়ে না করলে আইসলেশন, আর করলেই ভেন্টিলেশন! প্রকাশ্যে প্রজাপতির ট্রেলার।

Dec 01, 2022

Anurupa Chakraborty

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

ট্রেলার লঞ্চের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, শ্বেতা এবং পরিচালক অভিজিৎ সেন সহ অন্যান্যরা।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

সিনেমায় রয়েছে নানান চমক। সরস্বতী পুজোর দিন প্রথম এই ছবির বিষয়ে জানিয়েছিলেন। মিঠুন চক্রবর্তী থাকছেন সেও বলেছিলেন।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন মিঠুন। ছেলেকে বিয়ে দেওয়ার বিরাট ইচ্ছে তাঁর। তাই তো পাত্রী খুঁজে বেড়াচ্ছেন।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

এদিকে, প্রায় ৪৬ বছর পর সিনেমার একসঙ্গে কাজ করছেন মমতা শঙ্কর এবং মিঠুন। মৃগয়ার পর আবারও সেই কিংবদন্তি জুটি।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

শুটিং করতে পৌঁছেছিলেন বেনারসে। কাশী বিশ্বনাথে পুজো দিয়েছিলেন অভিনেতা।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

শ্বেতা রয়েছেন এই সিনেমায়। বড়পর্দায় অভিনয় করছেন বলে কথা। তার ওপর আবার দেবের বিপরীতে।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

ছবিতে দেখা যাবে কনিনিকা, খরাজ মুখোপাধ্যায় এবং কৌশনী মুখোপাধ্যায়কেও।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

দুই অভিনেত্রী একসঙ্গে, যদিও এর আগেও দুই নায়িকাকে নিয়ে স্ক্রিন সামলেছেন দেব, এ নতুন কিছু নয় তাঁর কাছে।

 এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

তবে প্রশ্ন একটাই, বাস্তবে কবে প্রজাপতি উড়বে তাঁর জীবনে?