বিয়ে না করলে আইসলেশন, আর করলেই ভেন্টিলেশন! প্রকাশ্যে প্রজাপতির ট্রেলার।
Dec 01, 2022
Anurupa Chakraborty
ট্রেলার লঞ্চের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, শ্বেতা এবং পরিচালক অভিজিৎ সেন সহ অন্যান্যরা।
সিনেমায় রয়েছে নানান চমক। সরস্বতী পুজোর দিন প্রথম এই ছবির বিষয়ে জানিয়েছিলেন। মিঠুন চক্রবর্তী থাকছেন সেও বলেছিলেন।
দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন মিঠুন। ছেলেকে বিয়ে দেওয়ার বিরাট ইচ্ছে তাঁর। তাই তো পাত্রী খুঁজে বেড়াচ্ছেন।
এদিকে, প্রায় ৪৬ বছর পর সিনেমার একসঙ্গে কাজ করছেন মমতা শঙ্কর এবং মিঠুন। মৃগয়ার পর আবারও সেই কিংবদন্তি জুটি।
শুটিং করতে পৌঁছেছিলেন বেনারসে। কাশী বিশ্বনাথে পুজো দিয়েছিলেন অভিনেতা।
শ্বেতা রয়েছেন এই সিনেমায়। বড়পর্দায় অভিনয় করছেন বলে কথা। তার ওপর আবার দেবের বিপরীতে।
ছবিতে দেখা যাবে কনিনিকা, খরাজ মুখোপাধ্যায় এবং কৌশনী মুখোপাধ্যায়কেও।
দুই অভিনেত্রী একসঙ্গে, যদিও এর আগেও দুই নায়িকাকে নিয়ে স্ক্রিন সামলেছেন দেব, এ নতুন কিছু নয় তাঁর কাছে।
তবে প্রশ্ন একটাই, বাস্তবে কবে প্রজাপতি উড়বে তাঁর জীবনে?