ছবি- ইনস্টাগ্রাম

দেব-রুক্মিণীর গ্রিস ভ্রমণ

Oct 13, 2022

Anurupa Chakraborty

ছবি- ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ছবিতে এমনি তাক লাগাচ্ছেন দেব।

ছবি- ইনস্টাগ্রাম

এদিকে, ঘুরে বেরানোর ভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন রুক্মিণী।

ছবি- ইনস্টাগ্রাম

পাহাড় ঘেরা চারিপাশ, অসাধারণ ভিউ- দেব যেন স্বপ্নের রাজপুত্র।

ছবি- ইনস্টাগ্রাম

হলুদ প্রকৃতির মাঝে হালকা নীল পোশাকে হাসিমুখে রুক্মিণী।

ছবি- ইনস্টাগ্রাম

বিদেশে তালা-চাবির ব্যবসা করছেন দেব? ব্রিজে লাগানো অসংখ্য তালা চাবি, একদৃষ্টে তাকিয়ে আছেন দেব।

ছবি- ইনস্টাগ্রাম

মাঝরাস্তায় বসে রাউডি লুক রুক্মিণীর। স্ফীত হাসিতে মন কাড়লেন অভিনেত্রী।

ছবি- ইনস্টাগ্রাম

হিরো দেব কিন্তু প্রেমিকও বটে। রোমিও আমেজে ছবি শেয়ার করলেন অভিনেতা।

ছবি- ইনস্টাগ্রাম

ওয়েস্টার্ন পোশাক আর গ্রীসের নানা প্রান্তে তোলা মুহূর্তরা। রুক্মিণী যেন শো স্টপার।