ছবি-  ইনস্টাগ্রাম

পরনে লাল পাড় ঘিয়ে  শাড়ি, সাবেকিয়ানা ঘিরেছে সোহিনীকে। সাবেকি গয়নায় নিদারুণ সাজ ষষ্ঠী উপলক্ষে।

Oct 01, 2022

Anurupa Chakraborty

ছবি-  ইনস্টাগ্রাম

একেতেই পুজো রিলিজ তাঁর সঙ্গে উৎসবের আমেজ। ষষ্ঠী উপলক্ষে সবুজ নীল হলুদ পাঞ্জাবীতে তাক লাগিয়েছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।

ছবি-  ইনস্টাগ্রাম

গৌরব এবং রিধিমা জুটি ষষ্ঠীতে সেজে উঠেছেন গোলাপি সাজে। হালকা সাজ এক্কেবারে মানানসই।

ছবি-  ইনস্টাগ্রাম

মনামীর ষষ্ঠীর সাজে সাদা আইভরি শাড়ি। ইন্দো-ওয়েস্টার্ন লুকে অনবদ্য অভিনেত্রী।

ছবি-  ইনস্টাগ্রাম

জিতু কামাল পরেছেন পাঞ্জাবী এবং জহর কোট। নীল ফ্লোরাল পোশাকে বেশ হ্যান্ডসাম লাগছে তাঁকে।

ছবি-  ইনস্টাগ্রাম

লাল শাড়ি, জমকালো সাজ, রাইমা সেন যেন  পুজোর নন্দিনী। বঙ্গ তনয়ার সাজ মুগ্ধ করবেই।

ছবি-  ইনস্টাগ্রাম

ষষ্ঠীতে কম মেকআপ আর সঙ্গে বেবি পিঙ্ক শাড়িতে মনোরমা শুভশ্রী। চুলে হালকা কার্ল আরও অনন্যা করে তুলেছে তাঁকে।

ছবি-  ইনস্টাগ্রাম

বাড়ির পুজোতে একসঙ্গে কোয়েল এবং রঞ্জিত মল্লিক। হলুদ শাড়িতে সেজেছেন কোয়েল। নিসপালও রয়েছেন সঙ্গে।

ছবি-  ইনস্টাগ্রাম

ম্যাজেন্ডা বেনারসী, সিঁদুর, খোঁপায় ফুল- নুসরাতের ষষ্ঠীর সাজ নজরকাড়া। কন্ট্রাস্ট সাজে মানিয়েছে বেশ।