Oct 01, 2022
Anurupa Chakraborty
একেতেই পুজো রিলিজ তাঁর সঙ্গে উৎসবের আমেজ। ষষ্ঠী উপলক্ষে সবুজ নীল হলুদ পাঞ্জাবীতে তাক লাগিয়েছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।
গৌরব এবং রিধিমা জুটি ষষ্ঠীতে সেজে উঠেছেন গোলাপি সাজে। হালকা সাজ এক্কেবারে মানানসই।
মনামীর ষষ্ঠীর সাজে সাদা আইভরি শাড়ি। ইন্দো-ওয়েস্টার্ন লুকে অনবদ্য অভিনেত্রী।
জিতু কামাল পরেছেন পাঞ্জাবী এবং জহর কোট। নীল ফ্লোরাল পোশাকে বেশ হ্যান্ডসাম লাগছে তাঁকে।
লাল শাড়ি, জমকালো সাজ, রাইমা সেন যেন পুজোর নন্দিনী। বঙ্গ তনয়ার সাজ মুগ্ধ করবেই।
ষষ্ঠীতে কম মেকআপ আর সঙ্গে বেবি পিঙ্ক শাড়িতে মনোরমা শুভশ্রী। চুলে হালকা কার্ল আরও অনন্যা করে তুলেছে তাঁকে।
বাড়ির পুজোতে একসঙ্গে কোয়েল এবং রঞ্জিত মল্লিক। হলুদ শাড়িতে সেজেছেন কোয়েল। নিসপালও রয়েছেন সঙ্গে।
ম্যাজেন্ডা বেনারসী, সিঁদুর, খোঁপায় ফুল- নুসরাতের ষষ্ঠীর সাজ নজরকাড়া। কন্ট্রাস্ট সাজে মানিয়েছে বেশ।