Dec 21, 2022
Anurupa Chakraborty
বলি তারকাদের বাড়ি স্টাইলিং এর ক্ষেত্রে গৌরীর থেকে ভাল চয়েস আর নেই।
করণের বাড়ি সাজানো তাঁর কাছে এক অন্যরকম বিষয়।
হালকা সবুজ এবং ডিসেনট ভাবেই সাজিয়ে তুললেন তিনি।
দেওয়ালে লেখা johar, অসাধারণ ভাইব দিচ্ছে সেটি।
বলিউডে সুন্দর বাড়ি মানেই গৌরীর ডাক পড়ে।
তাঁর ঝুলিতে রয়েছে নানান এক্সক্লুসিভ কালেকশন।
কিছুদিন আগেই গিয়েছিলেন করণের শোয়ে। বন্ধুর বাড়ি বলে কথা, দায়িত্ব থাকেই।