দীর্ঘ ১২ বছরের সম্পর্ক, ভালবাসার বাঁধনে বেঁধেছেন গৌরব এবং রিধিমা।
Nov 24, 2022
Anurupa Chakraborty
এতবছরেও কমেনি ভালবাসা বরং বেড়েছে। বার্ষিকী উদযাপন করছেন লন্ডনে।
সাত বছরের প্রেম তারপর ৫ বছরের ছোট্ট একটা সংসার একে অপরের পরিপূরক দুজনেই।
লন্ডনের আনাচে কানাচে ঘুরছেন, তাঁর সঙ্গে ছবি তো আছেই।
যদিও এবছরের বিবাহবার্ষিকী আনন্দের নয়, কাছের মানুষকে হারিয়েছেন দুজনে।
প্রতিদিন প্রতি মুহুর্ত শুধু উপভোগ করতে চান তাঁরা। ভালবাসার নজির গড়েছেন দুজনে।
পুজো হোক অথবা কোনও অনুষ্ঠান, গৌরব রিধিমা যেন পারফেক্ট কাপল সবক্ষেত্রে।
সুখের সংসার সাজিয়েছেন দুজনে। একদিকে যেমন কাজ করে চলেছেন তেমনই কাছের মানুষদের সঙ্গ দিয়ে চলেছেন প্রতি মুহূর্তে।