Dec 14, 2022
Anurupa Chakraborty
আগামীকাল মুক্তি বাংলাদেশের জনপ্রিয় ছবির হাওয়ার। ছবি রিলিজের আগেই শহরে উপস্থিত হয়েছিলেন ছবির পরিচালক নাজিফা টুসি এবং পরিচালক মেজাবুর রহমান সুমন।
এদিন, প্রধান আকর্ষণ চঞ্চল চৌধুরী হাজির থাকতে পারেনি তাঁর বাবার শারীরিক অসুস্থতার কারণে। তবে, ডিজিটাল মাধ্যমে কথা বললেন তিনি।
জানান, অনেক কষ্ট করে তৈরি হয়েছে এই সিনেমা। আমাদের জন্য একটা আনন্দের সময়। যারা এই কাজটি দেখেছেন তাঁরা জানেন। বাংলা সিনেমা যেন এগিয়ে যায়, বাংলাদেশ তথা কলকাতার সকল বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে পড়ুক এই ছবি।
পরিচালক সাহেবের কথায়, আমাদের ছেলেবেলায় যেমন আমাদের দেশের সাহিত্য কিংবা গান শুনে তেমনই এই দেশ এবং শহর আমায় বারবার টেনেছে। এদেশের গান বলুন বা সাহিত্য, এবং কাঁটাতার কখনোই বাঁধা হতে পারে না।
শহরে হাওয়া বইতে শুরু করেছেন অনেকদিন আগেই। বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সময় নজরকাড়া সাফল্য পেয়েছিল এই ছবি।
সকাল থেকে লাইন দিয়ে অনেকেই দেখেছিলেন এই ছবি। এখন ভারতব্যাপী রিলিজ করার পর কেমন রেসপন্স আসে সেটাই দেখার।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এসেছিলেন চঞ্চল চৌধুরী। এপার বাংলার মানুষের ভালবাসায় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি।
এদিকে, ছবি প্রমোশন তো বটেই তাঁর সঙ্গে শহর কলকাতার হাওয়ায় গা ভাসালেন টুসি এবং পরিচালক।