করিনা কাপুর খানের এই তথ্যগুলি আপনাকে অবাক করবেই

Sep 21, 2022

Anurupa Chakraborty

ঠাকুরদাদা নাম রেখেছিলেন সিধিমা, পরে মা ববিতা তাঁর নাম বদলে রাখেন করিনা।

অভিনয় কোনোদিন তার প্রথম পছন্দ ছিলই না। নানা বিষয়ে পড়াশোনা করার পরই বলিউডে পা রাখেন তিনি।

তার রিজেক্ট করা ছবিগুলি বেশিরভাগই হিটের তালিকায়। কহো না প্যায়ার হ্যা অথবা হাম দিল দে চুকে সনম.. বাদ দিয়েছিলেন জব উই মেট ও।

বদলাতে পারেননি ছোটবেলার অভ্যাস। আজও নখ খাওয়ায় ওস্তাদ করিনা। নানান উপায় অবলম্বন করেও লাভ হয়নি।

বই পড়তে একেবারেই ভালবাসতেন না বেবো। তবে সইফের সঙ্গ অনেকটা বদলে দিয়েছে তাকে। এখন বই পড়তে - লিখতে যথেষ্ট ভালবাসেন তিনি।

যোগা করতে ভালবাসেন করিনা। এমনকি প্রেগনেন্সির পরেও যোগা বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী হওয়ার পরেও অন্ধবিশ্বাসে বিশ্বাস করেন তিনি। ৩ তার লাকি নম্বর। সবসময়ই চান যেন এই নম্বর তার গাড়ির প্লেটে থাকে।

আজ করিনা কাপুরের জন্মদিন