ছবি - ইনস্টাগ্রাম

করবা চৌথ মানেই এক অটুট ভালবাসার বন্ধন, তারকাদের বেশিরভাগই সামিল হয়েছিলেন এই উৎসবে।

Oct 14, 2022

Anurupa Chakraborty

ছবি - ইনস্টাগ্রাম

মাধবন এবং তাঁর স্ত্রী করবা চৌথের উৎসবে শুভেচ্ছা জানালেন সকলকে। এত বছরের বৈবাহিক জীবন, আজও ভালবাসা অটুট।

ছবি - ইনস্টাগ্রাম

আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপও করবা চৌথ উপলক্ষে জানালেন শুভেচ্ছা। বললেন, আমার এই লুকের জন্য জরিমানা নেওয়া উচিত।

ছবি - ইনস্টাগ্রাম

হাতভর্তি মেহেন্দি, সাবেকি সাজে প্রথমবারের করবা চৌথ মৌনীর। সূর্যের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন তিনি।

ছবি - ইনস্টাগ্রাম

আদিত্য নারায়ণ বউকে জড়িয়ে ধরে পালন করলেন করবা চৌথ। লিখলেন, জন্ম থেকেই তুমি আমার প্রাণ।

ছবি - ইনস্টাগ্রাম

এবার প্রথম করবা চৌথ অঙ্কিতার। স্বামী ভিকির সঙ্গে মিষ্টি মুখ করলেন। লিখলেন, আমরা মন থেকে চেয়েছিলাম তাই এটা হয়েছে।

ছবি - ইনস্টাগ্রাম

পরনে লাল শাড়ি, চালনির ওপাশে স্বামী রাজকে দেখলেন শিল্পা। লিখলেন, সারাজীবনের জন্য তুমি আমার।

ছবি - ইনস্টাগ্রাম

নেহা এবং রোহনপ্রীত আবেগে ভাস্লেন করবা চৌথ  উপলক্ষে। স্বামীকে উদ্দেশ্য করে লিখলেন, তুমিই আমার চাঁদ।

ছবি - ইনস্টাগ্রাম

ভিকির সঙ্গে বিয়ের মাত্র কয়েক মাস। প্রথম করবা চৌথে ক্যাটরিনা লিখলেন, আমার জীবনে প্রথম। লাল শাড়িতে অনবদ্য অভিনেত্রী।

ছবি - ইনস্টাগ্রাম

ভালবাসা এবং শ্রদ্ধা ছাড়া সম্পর্ক হয় না। গোবিন্দা এবং সুনিতার এতবছরের সংসার। শুভেচ্ছা জানালেন সকলকে।

ছবি - ইনস্টাগ্রাম

তুমি আমার চাঁদ, রুবিনা-অভিনবের ভালবাসায় মোড়া সংসার। করবা চৌথ উপলক্ষে মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দী করলেন।

ছবি - ইনস্টাগ্রাম

স্বামীর পছন্দ না উপবাস, তাই করবা চৌথ করবেন না সোনম। তবে, সেজেগুজে ছবি না দিলে হয়?