Dec 11, 2022
Anurupa Chakraborty
একান্ত গোপনে দুজনে দিন কাটাচ্ছেন। আর তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন আপডেট।
কখনও পাহাড়ের কুয়াশায় ঢেকে গিয়েছেন, সেই ছবি।
আবার কখনও হাসিমুখে সবুজ প্রকৃতিতে আনন্দে আত্মহারা ক্যাটরিনা।
ভিকি ক্যাটরিনা আনন্দে ফুটছেন প্রথম বছর পার করে। ভিকি বললেন সময় পেরিয়ে গেল, বুঝতেও পারলাম না।
বিয়ের ছবিও শেয়ার করেছেন দুজনে। গাটছড়া বাঁধার মুহূর্ত আবার উপভোগ করছেন তাঁরা।
ক্যাটরিনাকে ভিকি বলছেন, তুমি আমার ম্যাজিক।
এদিকে ভিকির তুলে দেওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ক্যাটরিনা।