এক্সপ্রেস ফটো-পার্থ পাল

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

Dec 15, 2022

Anurupa Chakraborty

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

উপস্থিত ছিলেন শাহরুখ, রানি থেকে অমিতাভ জয়া এবং টলিপাড়ার অন্যান্যরা

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

আবারও এই মঞ্চে মুখোমুখি সৌরভ শাহরুখ। দুজনে কুশল বিনিময় করলেন।

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

দীর্ঘ তিন বছর পর এই অনুষ্ঠানে এসেছেন অমিতাভ, তাই তাঁর আবেগ ছিল আকাশছোঁয়া। তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী।

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

শাহরুখ এবং রানি মুখোপাধ্যায়কে একসঙ্গে পেয়ে আনন্দে আত্মহারা ভক্তরা।

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

বাদশা এতদিন পর এসেছেন বলে কথা, উত্তেজনা তুঙ্গে!

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হল সাতদিন ব্যাপী সিনেমার এই অনুষ্ঠানের।

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

এবারের থালি গার্ল রুক্মিণী মৈত্র। এছাড়াও মঞ্চে ছিলেন দেব, প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী এবং অনেকেই।

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

মমতা নিজে গিয়েই নিয়ে এলেন বাদশাকে। শাহরুখ বাংলায় সাধুবাদ জানালেন সকলকে।

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসায় ভরালেন বাদশাকে।

এক্সপ্রেস ফটো-পার্থ পাল

অনুষ্ঠান শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরেই আসনে শাহরুখ। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে। দিদি ডেকেছেন, না এসে পারেন?