ছবি - ইনস্টাগ্রাম

এবার বলিউডে দিওয়ালী পার্টি দিলেন কৃতি স্যানন

Oct 20, 2022

Anurupa Chakraborty

ছবি - ইনস্টাগ্রাম

পরনে হলুদ শাড়ি, কৃতির প্রিয় বন্ধু রাকুল প্রীত এলেন পার্টিতে

ছবি - ইনস্টাগ্রাম

গ্লিটারি লাহেঙ্গা, হালকা মেকআপে এলেন অনন্যা পাণ্ডে।

ছবি - ইনস্টাগ্রাম

জোড়ায় ধরা দিলেন বরুণ-নাতাশা, সহ অভিনেত্রীর পার্টিতে তাঁদের দেখা গেল।

ছবি - ইনস্টাগ্রাম

নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী এবং করণ জোহর এলেন একসঙ্গে, কুশল বিনিময় করলেন।

ছবি - ইনস্টাগ্রাম

শর্বরীর সাজে মুগ্ধ সকলে। গোলাপি পোশাকে তাক লাগালেন তিনি।

ছবি - ইনস্টাগ্রাম

সাদা আইভরি শাড়িতে পার্টিতে এলেন বানী কাপুর।

ছবি - ইনস্টাগ্রাম

বন্ধুর পার্টিতে আসবেন না এও হয়! কার্তিক আরিয়ান এলেন কৃতির বাড়িতে।

ছবি - ইনস্টাগ্রাম

রীতেশ-জেনেলিয়ার যেন ম্যাচিং পোশাক। নীলাবতারে দারুণ লাগছিল তাঁদের।

ছবি - ইনস্টাগ্রাম

যুগ্ম যুগল! রাজকুমার-পত্রলেখা এবং সোহা-কুণাল। চারজনকে দেখা গেল একসঙ্গেই।