Oct 15, 2022
Anurupa Chakraborty
সাদা আইভরি লাহেঙ্গায় মনোরমা সানিয়া মির্জা। অনুশ্রী রেড্ডির হয়ে হেঁটেছেন তিনি।
পায়েল সিংহাল এর পোশাকে অনবদ্য মৌনী রায়। ডি কনস্ট্রাক্ট ইন্ডিয়ান ওয়ার কালেকশনে লাগছিল দারুণ।
গৌরাঙ্গ এর হ্যান্ডওভেন কালেকশনের লাল সোনালী লাহেঙ্গায় যেন অনন্যা অদিতি রাও হায়দরি।
কুণাল কাপুর পড়েছিলেন ওয়েস্টার্ন ফিউশনের। সবুজ, হলুদের সংমিশ্রণে তাকে দেখাচ্ছিল বেশ। অনুশ্রী রেড্ডির পোশাকেই ধরা দিলেন তিনি।
বরুণ নিধিকার সাদা কালো পোশাকে জেনেলিয়া ডিসুজা তাক লাগিয়েছেন।
আয়শা রাও এর এনক্রাস্টেড সিকোয়েন্স এবার তারা সুতারিয়ার পরনে। সঙ্গে অল্প জুয়েলারি যেন নজরকাড়া।
গুয়াপার সাজে সেজেছে রিহা চক্রবর্তী। ফ্লোরাল পোশাকে যেন বার্বি ডল অভিনেত্রী।
মাসুম মিনওয়ালা পড়েছেন সাদা পোশাক। ইকো ফ্রেন্ডলী এই পোশাক ডিজাইন করেছেন গৌরী এবং নয়নিকা।
লেবেল ঈশার পোশাকে ফাটাফাটি লাগছিল চিত্রাঙ্গদা সিংকে। রং বেরংয়ের পোশাক, ফ্লেয়ার অপূর্ব!
মালাইকা অরোরা এবার তাক লাগিয়েছেন লিমারিকের পোশাকে। নীল সবুজ ইন্দো ওয়েস্টার্ন পোশাকে অনবদ্য তিনি।