Snapinsta.app_1080_328345437_6274241649282119_6744513520359717737_n
tag IEB (1)

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন মধুবনী গোস্বামী?

Feb 23, 2023

Anurupa Chakraborty

Snapinsta.app_1080_317990023_5800314373389465_6697797108090541571_n
tag IEB (1)

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোরালো চর্চা। শুধু তাই নয়, অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই!

Snapinsta.app_1080_320881230_3113426675622181_7203731686003291035_n
tag IEB (1)

কিন্তু আসল সত্যিটা কি? যা রটেছে তার কতটা বিশ্বাসযোগ্য?

নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব সবসময়ই কিছু না কিছু ব্লগ আসতে থাকে তাঁদের। এবার সেখানেই দ্বিতীয়বার অন্ত্বসত্বা হওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

শাশুড়িকে পাশে বসিয়েই তিনি উত্তর দিলেন। তাঁর শাশুড়ি বললেন, এই ঘটনা একেবারেই সত্যি নয়। মোটেই ও মা হতে যাচ্ছে না! এমন কিছুই ঘটেনি।

সম্পূর্ন ঘটনাই যে গুজব, একথা একেবারেই জানিয়ে দিলেন অভিনেত্রী। বললেন, এসব রটনা।

ছোট্ট কেশবকে নিয়েই এখন তাঁর সংসার। তাকে নিয়েই বেজায় ব্যস্ত অভিনেত্রী এবং রাজা।

তাঁর সঙ্গে নিজের স্যালোতেও ঢু মারতে হয় মাঝেমাঝে।