সম্পর্কে জড়িয়েছেন মনামী ঘোষ?
Dec 07, 2022
Anurupa Chakraborty
আজ এতদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, কিন্তু তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
তবে এতদিনে সমস্ত বিষয় খোলসা করলেন অভিনেত্রী।
প্রেম করছেন মনামী? কিন্তু কার সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় জানালেন...
শীত পড়ে গিয়েছে তাই এখন এয়ারপোর্টের সঙ্গে সম্পর্কে জড়াবেন অভিনেত্রী।
লিখলেন, এই ডিসেম্বরে এয়ারপোর্টের সঙ্গে সম্পর্কে জড়াতে চলেছি আমি।
বলাই বাহুল্য, এবছরের শেষে দেদার ঘুরে বেড়াবেন তিনি। তাই তো, নিজের এয়ারপোর্ট লুক শেয়ার করলেন।
এমনিতেও পায়ের নীচে সর্ষে তার। মাঝেমধ্যেই এদিক ওদিক বেরিয়ে পড়েন।
এদিকে, এয়ারপোর্টের নাম লিখে দেলেও তাঁর সঙ্গীকে নিয়ে বেজায় আগ্রহ রয়েছে সকলের।
এখন কবে সাত পাকে বাঁধা পড়েন, সেই দেখার