ছবি- ইনস্টাগ্রাম

বলিউডে আবারও দিওয়ালীর অনুষ্ঠান, মনীশ মালহোত্রার পার্টিতে কে নেই!

Oct 21, 2022

Anurupa Chakraborty

 ছবি- ইনস্টাগ্রাম

সিদ্ধার্থ মালহোত্রা থাকবেন না এও আবার হয়? ট্র্যাডিশনাল অবতারে তিনিও এলেন।

 ছবি- ইনস্টাগ্রাম

সোনালী শাড়ি, ফেস্টিভ মুডে অনবদ্য কিয়ারা আডবানী।

 ছবি- ইনস্টাগ্রাম

লেহেঙ্গা পরিহিত, নোরা ফাতেহির উপস্থিতিও দেখা গেল।

 ছবি- ইনস্টাগ্রাম

জেনেলিয়া-রীতেশ জুটি যেন এভারগ্রিন। নজর কাড়লেন তাঁরাও।

 ছবি- ইনস্টাগ্রাম

দুই বোন খুশী-জাহ্নবীর উপস্থিতি আরও মধুর করে তুলল মনীশের পার্টি।

 ছবি- ইনস্টাগ্রাম

সুহানা খান যেন আসলেই এক পরী, সুন্দর সাজে ধরা দিলেন শাহরুখ কন্যা।

 ছবি- ইনস্টাগ্রাম

রিয়া চক্রবর্তীকে দেখা গেল এই পার্টিতে। ট্র্যাডিশনাল পোশাকে তাকেও দিব্য লাগছিল।

 ছবি- ইনস্টাগ্রাম

ধক-ধক গার্ল মাধুরী দিক্ষিত এলেন সঙ্গী নেনের সঙ্গে। ম্যাজেন্ডা শাড়িতে নজর কাড়লেন তিনি।

 ছবি- ইনস্টাগ্রাম

অনন্যা-আদিত্য একসঙ্গে! জল্পনা হলেও দুই তারকার উপস্থিতি চার চাঁদ লাগিয়ে দিল।

 ছবি- ইনস্টাগ্রাম

ঐশ্বর্য-অভিষেকের উপস্থিতি মানেই আর কিছু লাগে না। দিওয়ালীতে পাওয়ার প্যাক্ট বচ্চনরা।

 ছবি- ইনস্টাগ্রাম

ভিকি-ক্যাটকে ছাড়া দিওয়ালী পার্টি অসম্পূর্ণ। জোড়ায় ধরা দিলেন নতুন দম্পতি।

 ছবি- ইনস্টাগ্রাম

উফ!কাজল, দিওয়ালীতে আকর্ষণীয় মানেই তিনি।

 ছবি- ইনস্টাগ্রাম

সারা আলি খানের পরনে সোনালী পোশাক। উৎসবে অনবদ্য সেজেছেন তিনি।