ঠিক যেন ম্যাজিকাল মুহূর্ত! পাকাপাকিভাবে বিয়ে সারলেন নাতাশা এবং হার্দিক।
Feb 17, 2023
Anurupa Chakraborty
২০২০ সালে পারিবারিক কিছু অনুষ্ঠানের মাধ্যমেই নাতাশাকে আপন করে নিয়েছিলেন।
তখন অন্তঃসত্বা নাতাশা, ছেলে অগস্থ্য এখন দুবছরের। তারপরেই বিয়ের আসরে দুই ভালবাসার মানুষ।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখলেন, এখন এবং সবসময়ের জন্য।
লাল এবং সোনালী থিমের বিবাহ আসর, বর-বউ দুজনেই একে অপরকে দেখে মুগ্ধ।
স্টেজে তখন একে অপরকে নিয়ে ব্যস্ত তাঁরা। নাতাশাকে নিয়ে মজা করছেন হার্দিক। মালাবদল থেকে সিঁদুরদান সবই হল নিয়ম মত।
মালাবদলের পরেই পোশাক বদল করেন নাতাশা। লাল শাড়িতে অনন্যা নতুন বউ।
হাতে হাত ধরে সাত-পাক ঘুরলেন। শপথ নিলেন, শুধু তাই নয়, সাক্ষী থাক্লেন পরিবারের সকলে।