ছবি- ইনস্টাগ্রাম
উঁচাই ছবির নানান মুহূর্ত শেয়ার করলেন পরিণীতি চোপড়া।
Nov 13, 2022
Anurupa Chakraborty
ছবি- ইনস্টাগ্রাম
সিনেমায় বয়স্ক দলবলের সঙ্গেই মজায় মেতেছেন পরী। বলছেন এসব দিন ভোলার নয়।
ছবি- ইনস্টাগ্রাম
একসঙ্গে এত দিজ্ঞজদের সঙ্গে কাজ। আনন্দে আত্মহারা পরী।
ছবি- ইনস্টাগ্রাম
অমিতাভের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। কিংবদন্তীর সঙ্গে কাজের সুযোগ, এ কম বড় কথা?
ছবি- ইনস্টাগ্রাম
শুধুই অমিতাভ? বন্ধুত্ব চোখে পড়ল বোমান ইরানি ও অনুপম খেরের সঙ্গেও। ছবিতে হাসিখুশি তিন তারকা।
ছবি- ইনস্টাগ্রাম
টিম যদি এত সুন্দর হয়, তবে কাজ করার আনন্দই আরও বেড়ে যায়। তাই তো, ফ্রেমবন্দি করলেন সেইসব মুহূর্ত। সারিকাও সঙ্গ দিয়েছেন বেশ।
ছবি- ইনস্টাগ্রাম
পাহাড়ের কোলে শুটিং আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মুহূর্ত উপভোগ পরীর।
ছবি- ইনস্টাগ্রাম
সুরজ বরজাতিয়ার সঙ্গে কাজ। রাজশ্রী প্রোডাকশনের সঙ্গে জোট বাঁধা মানেই বিরাট ব্যাপার।