পাঠানের স্পেশ্যাল স্ক্রিনিং এ হাজির ছিলেন যারা?
Jan 26, 2023
Anurupa Chakraborty
শাহরুখের ছবি বলে কথা, রানি মুখোপাধ্যায় আসবেন না, এও আবার হয়।
সলমন খান এলেন যশরাজের স্পেশ্যাল স্ক্রিনিং উপলক্ষে
দেখা গেল, শাহরুখের অন্যতম বন্ধু করণ জোহরকে।
শিল্পা এবং তাঁর বোন শমিতা শেট্টি এসেছিলেন পাঠান দেখতে।
মালাইকা আরোরাকেও দেখা গেল সেই পার্টিতে।
দীপিকার কাছের মানুষ রণবীর সিং না এসে পারেন। তাঁর বেবির ছবি বলে কথা, আসতেই হত।
বিদ্যুৎ জামালকেও দেখা গেল পাঠানের স্ক্রিনিং উপলক্ষে।