টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সে, কাজ করেছেন বেশ কিছু ছবিতে। কিন্তু পুজা বন্দ্যোপাধ্যায়ের অতীত জীবনের কথা জানতে পারলে অবাক হবেন।
Mar 02, 2023
Anurupa Chakraborty
২০২০ সালে কুনাল ভরমার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কিন্তু তাঁর আগেও একবার বিয়ে হয়েহিল অভিনেত্রীর!
এক টক শোয়ে এসেই এই প্রসঙ্গে জানিয়েছিলেন পুজা।
অভিনয় জীবনের আগেও বেজায় কষ্ট করেছেন পুজা। ভালবাসার মানুষকে বিশ্বাস করেই বাড়ি থেকে পালিয়েছিলেন।
মাত্র ১৫ বছর বয়সে বাড়ি থেকে তাঁর হাত ধরে বেড়িয়ে আসেন পুজা। মুম্বইয়ে একসঙ্গে থাকতেও শুরু করেন একসঙ্গে।
তবে, সেই ভালবাসার ঘর বেশিদিন আরামদায়ক থাকেনি। অশান্তি এবং মতবিরোধ বাধ্য করেছিল দুজনকে আলাদা হতে। একসঙ্গে কাটানো হয়নি জীবনের বেশিরভাগ সময়।
কিন্তু আলাদা হওয়ার পর আর রাস্তা ছিল না পুজার কাছে। বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবতেও পারেন নি। তাই তো একাই থাকতেন মুম্বইয়ে।
বাবা-মাকে কষ্ট দিয়েছিলেন, তাই তো ফিরে যাওয়ার উপায় ছিল না। কিন্তু প্রতিজ্ঞা ছিল নিজের পায়ে দাঁড়াবেন তিনি। বাবা মায়ের পাশে থাকবেন।
তারপর দেবো কে দেব মহাদেব থেকে শুরু করে, তেলেগু ছবি এবং মনীশা কৈরালার সঙ্গে এস্কেপ ফ্রম তালিবান ছবিতে কাজ করেছিলেন তিনি।