১৫ বছর হয়ে গেল বলিউডে.. একসঙ্গে সিনে দুনিয়ায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর ও সোনম কাপুর।

Nov 09, 2022

Anurupa Chakraborty

বছর ১৫ আগে এই দিনেই তিন সুপারস্টারদের আগমন ঘটেছিল।

সঞ্জয় লীলা বনসালির সাওয়ারিয়া ছবিতে ডেবিউ করেছিলেন রনবীর এবং সোনম।

আর অন্যদিকে শাহরুখের বিপরীতে ওম শান্তি ওম ছবিতে ডেবিউ করেছিলেন দীপিকা।

সেই মিষ্টি রণবীরকে দেখে তাঁকে নিয়ে নানান জল্পনা হয়েছিল। যদিও শাহরুখের ছবির সঙ্গে পাল্লা দিতে পারেনি এই ছবি।

সাকিনার চরিত্রে সোনম চেষ্টা করেছিলেন নিজেকে ফুটিয়ে তোলার।

দীপিকা শান্তিপ্রিয়া এবং স্যান্ডি ডবল রোলে অভিনয় করেছিলেন। প্রথম ছবিই সুপারহিট হয়েছিল অভিনেত্রীর।

কিন্তু ইন্ডাস্ট্রিতে ভীত শক্ত হয়েছিল রণবীরের। আপাতত ব্রহ্মাস্ত্র ছবির সাফল্য এবং সদ্যজাতকে সঙ্গে নিয়ে দিব্য দিন কাটাচ্ছেন।

দীপিকা ব্যস্ত নিজের নানান কাজে। ভারতীয় সিনেমার এক অনন্য তারকা তিনি।

সোনম মা হয়েছেন কিছুদিন আগে। তাঁর সঙ্গে শুটিং ফ্লোরে ফিরেছেন।