Nov 09, 2022
Anurupa Chakraborty
বছর ১৫ আগে এই দিনেই তিন সুপারস্টারদের আগমন ঘটেছিল।
আর অন্যদিকে শাহরুখের বিপরীতে ওম শান্তি ওম ছবিতে ডেবিউ করেছিলেন দীপিকা।
সেই মিষ্টি রণবীরকে দেখে তাঁকে নিয়ে নানান জল্পনা হয়েছিল। যদিও শাহরুখের ছবির সঙ্গে পাল্লা দিতে পারেনি এই ছবি।
সাকিনার চরিত্রে সোনম চেষ্টা করেছিলেন নিজেকে ফুটিয়ে তোলার।
দীপিকা শান্তিপ্রিয়া এবং স্যান্ডি ডবল রোলে অভিনয় করেছিলেন। প্রথম ছবিই সুপারহিট হয়েছিল অভিনেত্রীর।
কিন্তু ইন্ডাস্ট্রিতে ভীত শক্ত হয়েছিল রণবীরের। আপাতত ব্রহ্মাস্ত্র ছবির সাফল্য এবং সদ্যজাতকে সঙ্গে নিয়ে দিব্য দিন কাটাচ্ছেন।
দীপিকা ব্যস্ত নিজের নানান কাজে। ভারতীয় সিনেমার এক অনন্য তারকা তিনি।
সোনম মা হয়েছেন কিছুদিন আগে। তাঁর সঙ্গে শুটিং ফ্লোরে ফিরেছেন।