কলকাতায় ছবির প্রচারে রণবীর কাপুর। গল্পের আসর জমালেন অভিনেতা।

Feb 26, 2023

Anurupa Chakraborty

গতবছর থেকেই সকলে অপেক্ষা করছিলেন, শামসেরা থেকে ব্রহ্মাস্ত্র কোনও ছবির প্রমোশনেই তিনি আসেন নি এখানে।

এবার, কলকাতায় এলেন 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির প্রমোশন উপলক্ষে।

শহরে আসতেই ঢাক বাদ্যি বাজিয়ে তাঁকে স্বাগত জানালেন সকলে। তাতে আপ্লুত রণবীর নিজেই।

শহরে এসেছেন প্রমোশনে, আর কলকাতা নিয়ে কথা হবে না এও আবার হয়?

আর মঞ্চে যখন উপস্থিত খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও।

রণবীর বললেন, অনেকেই বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এর বায়োপিকে আমি অভিনয় করতে চলেছি কিন্তু এটা মোটেও সত্যি নয়। আমায় অফার করা হয়নি সেরকম কিছু।

বরং ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকে কাজ করছেন বলেই জানিয়েছেন তিনি।

বাংলা ছবিতেও কাজ করার প্রবল ঝোঁক। জানালেন, সুজিত সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর।

যদিও বা বাঙালি পরিচালকদের তালিকায় তাঁর হিটলিস্টে রয়েছেন অয়ন মুখোপাধ্যায় এবং অনুরাগ বসু তারপরেও তাঁর বাংলা ছবি নিয়ে আগ্রহের শেষ নেই।

সৌরভ গঙ্গোপাধ্যায় এর বায়োপিক প্রসঙ্গে বললেন, দাদা যখন আন্তর্জাতিক স্তরের তারকা তখন, এমন একজনকেই নির্ধারণ করা হবে যে এই চরিত্রের জন্য যোগ্য।