Red sea film ফেস্টিভ্যালের মঞ্চে হাজির হয়েছিলেন বলি তারকারা, স্টাইলিং ছিল নজরকাড়া।
Dec 05, 2022
Anurupa Chakraborty
প্রিয়াঙ্কা চোপড়া প্রথম দিন পড়েছিলেন আইভরি এবং সিকোয়েন্স গাউন। হালকা মেকআপ সঙ্গে পিস অফ জুয়েলারি।
দ্বিতীয় দিন, হলুদ রঙের ওয়েস্টার্ন পোশাকে তিনি নজর কেড়েছিলেন।
কাজল, অলওয়েস শাইন ইন ব্ল্যাক। তাই তো সেদিন অল্টার গাউন পড়েছিলেন তিনি।
করিনা কাপুর খান প্রথম দিন একদম ভারতীয় সাজে সেজেছিলেন। পরনে সব্যসাচীর সিকোয়েন্স শাড়ি, ভারী গয়না - সবমিলিয়ে লাগছিলও বেশ।
দ্বিতীয় দিন, ঠিক যেন নীলপরী অভিনেত্রী। স্টাফ গাউনে ধরা দিয়েছিলেন।
সইফ আলী খান, একদিন যেন আদ্যোপান্ত নবাব।
আরেকদিন ট্রেন্ড আর ট্র্যাডিশন মিশেছিল একসঙ্গে।
সোনম কাপুর মানেই সবসময় ফ্যাশনেবল কিছু। লাল গাউন সঙ্গে ভারী গয়না - একদম অন্যরকম লুক।
এদিকে হলুদ গাউন সঙ্গে স্মকি মেকআপ এবং লাইট জুয়েলারি সেদিনও অনবদ্য অভিনেত্রী।
ফ্রিডা পিন্টো, ও পড়েছিলেন হলুদ গাউন। রেড লিপস্টিক বেশ মানিয়েছিল তাঁকে।