বিবাহ সম্পন্ন আলি ফজল এবং রিচা চাড্ডার। লখনৌতে নবাবি আমেজে বিয়ে সেরেছেন দুজনে।
Oct 06, 2022
Anurupa Chakraborty
দুজনেরই পোশাকে আইভরি রঙের ছোঁয়া। রিচা পড়েছেন শারারা সুট এবং আলি পড়েছেন শেরওয়ানি।
নবাবি সাজে সেজেছে রিচা, মাথাপট্টি থেকে চিকনকারি কুর্তি বাদ পড়েনি কিছুই। অন্যদিকে তসর সিল্ক শেরওয়ানি পরে তাক লাগিয়ে দিয়েছেন আলি।
দুজনের বিয়ের পোশাক ডিজাইন করেছেন আবু জানি সন্দীপ খোসলা।
অন্যদিকে রিসেপশনে রাজকুমারীর মত লাগছে রিচা চাড্ডাকে। রং বাহারি লেহেঙ্গায় মন কেড়েছেন তিনি। আলির পরনে ব্ল্যাক সুট।
মানানসই গয়না এবং জমকালো মেকাপ এদিন অন্য মাত্রা দিয়েছিল অভিনেত্রীকে। মুম্বই রিসেপশনে তাঁর লুক ছিল হাটকে।
প্রায় ২ বছরের বেশি সময় ধরে তাঁরা আইনগত ভাবে বিবাহিত। এবার সামাজিক অনুষ্ঠানে পূর্ণতা পেল সেই সম্পর্ক।
তাঁদের রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকাদের অনেকেই। হৃতিক রোশন থেকে তাপসী পান্নু, স্বরা ভাস্কর, ভিকি কৌশল এবং অনেকেই।