ছবি- ইনস্টাগ্রাম

মুম্বাই পৌঁছেছেন ঋতাভরী, উদ্দেশ্য?

Nov 19, 2022

Anurupa Chakraborty

 ছবি- ইনস্টাগ্রাম

গোয়ার ফিল্ম ফেস্টিভালে দেখা যেতে চলেছে বঙ্গ তনয়াকে। যদিও এই নিয়ে প্রথম নয়।

 ছবি- ইনস্টাগ্রাম

এর আগেও এই একই অনুষ্ঠানে গিয়েছিলেন। এবার আবারও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

 ছবি- ইনস্টাগ্রাম

পরনে সাদা এবং লেমন ইয়োলো পোশাক, সঙ্গে স্টার ওয়ার্সের ব্যাগ - এয়ারপোর্ট লুকে তাক লাগিয়েছেন।

 ছবি- ইনস্টাগ্রাম

তবে নজর কেড়েছে তাঁর ব্যাগটি। অভিনেত্রী নিজেও বেশ খুশি অনুষ্ঠানে পৌঁছে।

 ছবি- ইনস্টাগ্রাম

ঋতাভরী এর আগেও কল্যাণ জুয়েলার্সের অনুষ্ঠানে গিয়ে দারুণ নজর কেড়েছিলেন।

 ছবি- ইনস্টাগ্রাম

এমনকি রণবীরের সঙ্গে তাঁর ভিডিও ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতেই।

 ছবি- ইনস্টাগ্রাম

মাঝে মধ্যেই তাঁর মুম্বাই আনাগোনা লেগে থাকলেও, হিন্দি ছবিতে কবে দেখা যাবে তাঁকে সেই নিয়ে সন্দেহ রয়েছে।