ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

পুজোর মধ্যেই গোয়া পাড়ি, সমুদ্র সৈকতে ছুটি কাটাতে ব্যস্ত রুকমা।

Oct 08, 2022

Anurupa Chakraborty

ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

শুটিংয়ের ব্যস্ততা থেকে অনেক দূরে, নানান মুহূর্ত তুলে ধরছেন রুকমা।

ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন। বাহারি পোশাক, যেন লা জবাব!

ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

ছবিতে চমকাচ্ছেন রকমা। লিখলেন, এটাকে গোয়ার গ্লো বলা যায়।

ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

লাল পোশাকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। সূর্য নামার মুহূর্তে নেচে গেয়ে একসার অভিনেত্রী।

ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

প্রকৃতি উপভোগ করছেন, ধরা দিচ্ছেন নতুন লুকে।

ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

সমুদ্র সৈকতে লাল আভা গায়ে মেখে নিলেন রুকমা। বললেন, খুশি - সূর্য অস্ত যাওয়ার সঙ্গেও পাওয়া যায়।

ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম

ছুটি মানেই একরাশ ভাললাগা, আর সাধারণ জীবন থেকে অনেকটা দূরে। খুশির মুহুর্ত যেন থামছে না তার।