বিয়ের পর থেকেই রীতিমতো ভাইরাল রুশা চট্টোপাধ্যায়।

Jan 25, 2023

Anurupa Chakraborty

অভিনেত্রীর বরকে নিয়ে চূড়ান্ত শোরগোল, তাঁকে খাটো বলে অপমান করেছেন অনেকেই।

কিন্তু কুছ তো লোগ কহেঙ্গে, তাই তো বিয়ের পরই বাপের বাড়িতে দেদার আনন্দে মাতলেন তিনি।

আবার কি অনুষ্ঠান তাঁর বাড়িতে?

ভাইয়ের জন্মদিনে নতুন বরকে সঙ্গে নিয়েই আনন্দ করলেন তিনি।

তাঁর সঙ্গে দুই পরিবারের সকলেই উপস্থিত, উল্লাসে মেতে উঠলেন বর অনুরণ নিজেও।

প্রসঙ্গত, বিয়ের পর অভিনয় জগৎকে টাটা বাইবাই বলবেন অভিনেত্রী।

এখন শুধুই বরের সঙ্গে সিয়াটেল পাড়ি দেওয়ার পালা।