May 13, 2023
শহরে এসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন তিনি
বাড়ির বাইরেই অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে ভাইজানের কনভয় পৌছতেই
তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী
তাঁর বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান সলমন
মিষ্টিমুখ করতেও ভোলেন নি তিনি... এরপর সোজা গিয়েছেন ইস্টবেঙ্গল গ্রাউন্ডে
কলকাতায় এসেছেন আর মিষ্টি না খেলে হয়, ভাইজানকে আপ্যায়ন করলেন ব্যানার্জি বাড়ির সকলেই
আজ দ্যা দাবাং ট্যুর কলকাতায়। সেখানে উপস্থিত থাকবেন সোনাক্ষী থেকে পূজা অনেকেই।
উল্লেখ্য, সলমন কলকাতায় আসার পর থেকেই নিরাপত্তায় ঢাকা গোটা শহর