IMG-5780
tag IEB

কলকাতায় ব্লেন্ডারস প্রাইড ফ্যাশন উৎসবে বসেছিল চাঁদের হাট। ডিজাইনার শান্তনু নিখিল ছাড়াও উপস্থিত ছিলেন অনেকেই।

Nov 27, 2022

Anurupa Chakraborty

IMG-3905 (1)
tag IEB

তাদের বিশেষ কালেকশন শান্তনু নিখিল ক্রিকেট ক্লাব তৈরিই হয়েছে ক্রিকেটকে ভালবেসে।

IMG-4383
tag IEB

বিশেষ করে ভারতীয়দের ক্রিকেটের প্রতি অগাধ ভালবাসা। তাই সেই ট্র্যাডিশন যেন পোশাকেও ছাপ পরে।

315910922_874758953905205_5842311719846387838_n

ডিজাইনার শান্তনু বলেন, এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। ক্রিকেটের সঙ্গে সকলের এক আলাদাই বন্ধন। ভারতের অল্প বয়সীদের খেলা এবং ফ্যাশন দুটোই খুব কাছের। আর এই দুটিকে একসঙ্গে বেঁধে ফেলাই আমাদের দায়িত্ব।

IMG-3820

টুরে উপস্থিত ছিলেন রাজকুমার ও পত্রলেখা। এছাড়াও ভারতীয় মহিলা ক্রিকেটের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর।

IMG-3903 (1)

হরমনপ্রীত এর কথায়, ফ্যাশন সবসময় তাঁর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ট্র্যাডিশন এবং ক্রিকেট পোশাকের মধ্যে যে এই টুইস্ট, যেন অনবদ্য।

316885491_176325775075155_7285708157230181914_n

পোশাকের টুইস্ট তো বটেই তবে, সেটিকে দারুণভাবে প্রেজেন্ট করেছেন রাজকুমার এবং পত্রলেখা।

po

ট্র্যাডিশনাল তো বটেই তবে ক্রিকেট ইন্সপায়ার পোশাক যে এতটা ট্রেন্ডি হতে পারে যেন ভবনে অতীত।