আজ সুশান্তের জন্মদিন, আবেগঘন তাঁর সহকর্মীরা

Jan 21, 2023

Anurupa Chakraborty

আড়াই বছর পার হলেও তাঁর মৃত্যু রহস্য আজও ধোঁয়াশা।

জীবন সবসময় পজিটিভ ভাবেই কাটাতে চাইতেন সুশান্ত। তবে বেশ কিছু অদ্ভুত অভ্যাস ছিল তার। ফাঁস করলেন কিয়ারা আডবাণী।

এম এস ধোনি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন, সেই থেকেই বন্ধুত্ব ছিল।

কিয়ারা দাবি করেন, অনিদ্রা জনিত রোগে ভুগতেন সুশান্ত।

বলতেন, যতই সাত আট ঘণ্টা ঘুমাও না কেন, মস্তিষ্ক মাত্র ২ ঘণ্টা ঘুমাবে। তাই তিনিও ২ ঘণ্টা ঘুমাতেন।

কিন্তু সবাইকে অবাক করে দিতেন সুশান্ত। একবিন্দুও ক্লান্ত থাকত না সে।

কাজ নিয়েও উৎসাহী থাকতেন সুশান্ত...