রুপকথা যেন এরকমই হয়, জয়সালমেরে বিয়ের আসর, গাঁটছড়া বাঁধছেন সিড-কিয়ারা
Feb 06, 2023
Anurupa Chakraborty
দুজনের দেখা হয়েছিল একটি পার্টিতে, প্রথমবার সেখানেই মুখোমুখি হয়েছিলেন দুজনে।
তারপর? 'শেরশাহ' ছবিতে একসঙ্গে কাজ। প্রেমের শুরু সেখান থেকেই।
ছবির পরেও দুজনে মাঝেমধ্যে ছুটি কাটাতে এদিক ওদিক যেতেন। কিয়ারাকে চোখে হারান সিদ্ধার্থ।
দুজনের মধ্যে এক অদ্ভুত প্রেম, কেউ কখনই নিজেদের নিয়ে মুখ খোলেন নি, তাই বলে এড়িয়েও যান নি।
এক রিয়ালিটি শোয়ে সিদ্ধার্থ জানিয়েছিলেন, কিয়ারা যে সিঙ্গেল আছেন এতেই তিনি খুশি। আবার কিয়ারা জানিয়েছিলেন, সিদ্ধার্থ তাঁর ভীষণ ভাল বন্ধু। তখন থেকেই দুজনের প্রেম নিয়ে আরও গুজগুজ ফিসফিস।
তাঁদের প্রেমকে সকলের নজরে লুকিয়ে রেখেছিলেন। অনুরাগীরা বলছেন, নিজেরা সঠিক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সম্পর্ককে কীভাবে আগলে রাখতে হয় সেটা বোধহয় এঁরাই দেখিয়ে দিলেন।
সেজে উঠেছে সূর্যগড় প্রাসাদ, কালই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আয়জনের ত্রুটি নেই। হাজির হয়েছেন অনেকেই।