নতুন বছরে ফিনল্যান্ড ঘুরছেন সোনাক্ষী সিনহা! সঙ্গে গিয়েছেন আর কে?

Jan 09, 2023

Anurupa Chakraborty

চারিদিক বরফে মোড়া, অসাধারণ পরিবেশে যেন শ্বেত হরিণী সোনাক্ষী।

ফিনল্যান্ডের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন শুধু তাই নয়, কাঠের বাড়িতে থাকছেন তিনিও।

বরফ পেয়েছেন, আর তাঁর মধ্যে বাচ্চাসুলভ আচরণ দেখা যাবে না এও আবার হয় নাকি?

দিব্যি হাত পা ছুঁড়ে খেলতে শুরু করলেন তিনি। বন্ধুত্ব পাতালেন রেন্ডিয়ার এবং ঘোড়ার সঙ্গে।

নর্দার্ন লাইটস ভিলেজেও মুহূর্ত কাটিয়েছেন তিনি। আগুন জ্বালিয়ে ক্যাম্পফায়ার করলেন।

ঠান্ডা একেবারে সহ্য হয় না কিন্তু ঠান্ডায় পাড়ি দিয়েছেন ফিনল্যান্ডে।

কাঠের বাড়িতে থেকেও যে আরাম পাওয়া যায়, তা এইবার বুঝেছেন তিনি।

এখন প্রশ্ন একটাই, কাকে সঙ্গে নিয়ে গেছেন অভিনেত্রী? এমনিই তো, দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছেন।

মাঝেমধ্যে আংটি পরিহিত ছবি পরে বিতর্কের সৃষ্টি করেছেন অভিনেত্রী।