ছবি - ইনস্টাগ্রাম

সোনম কাপুরের দিওয়ালি লুক যেন নজরকাড়া। ভিন্ন দিন নানান পোশাকে তাক লাগিয়েছেন অভিনেত্রী।

Oct 28, 2022

Anurupa Chakraborty

 ছবি - ইনস্টাগ্রাম

মা হওয়ার পর এই প্রথম ছেলেকে নিয়ে দীপাবলি কাটিয়েছেন অভিনেত্রী। তাই আনন্দ ছিল দ্বিগুণ।

 ছবি - ইনস্টাগ্রাম

ইন্দো ওয়েস্টার্ন পোশাকে তাকে লাগছিল অনবদ্য। সোনমে মুগ্ধ নেটপাড়া।

 ছবি - ইনস্টাগ্রাম

করবা চৌথ থেকে উৎসব শুরু করেছিলেন। সেদিনও লাল রঙের লেহেঙ্গা চোলিতে নিজেকে সাজিয়েছিলেন তিনি।

 ছবি - ইনস্টাগ্রাম

দীপাবলিতে নিজের বাড়িতেও পার্টি রেখেছিলেন তিনি। স্বামী আনন্দের সঙ্গেও উৎসবের আমেজে অভিনেত্রী।

 ছবি - ইনস্টাগ্রাম

লাল ভারি ওড়না, সাদা পোশাকে সাবেকি সাজে সেজেছেন সোনম।

 ছবি - ইনস্টাগ্রাম

কালো এমব্রয়ডারি কাফতান যেন ফ্যাশনের শেষ কথা। সোনম যেন ফ্যাশন আইকন।

 ছবি - ইনস্টাগ্রাম

করবা চৌথের দিন জানিয়েছিলেন উপোস করবেন না কারণ তাঁর স্বামীর পছন্দ নয়।