সোনম কাপুরের দিওয়ালি লুক যেন নজরকাড়া। ভিন্ন দিন নানান পোশাকে তাক লাগিয়েছেন অভিনেত্রী।
Oct 28, 2022
Anurupa Chakraborty
মা হওয়ার পর এই প্রথম ছেলেকে নিয়ে দীপাবলি কাটিয়েছেন অভিনেত্রী। তাই আনন্দ ছিল দ্বিগুণ।
ইন্দো ওয়েস্টার্ন পোশাকে তাকে লাগছিল অনবদ্য। সোনমে মুগ্ধ নেটপাড়া।
করবা চৌথ থেকে উৎসব শুরু করেছিলেন। সেদিনও লাল রঙের লেহেঙ্গা চোলিতে নিজেকে সাজিয়েছিলেন তিনি।
দীপাবলিতে নিজের বাড়িতেও পার্টি রেখেছিলেন তিনি। স্বামী আনন্দের সঙ্গেও উৎসবের আমেজে অভিনেত্রী।
লাল ভারি ওড়না, সাদা পোশাকে সাবেকি সাজে সেজেছেন সোনম।
কালো এমব্রয়ডারি কাফতান যেন ফ্যাশনের শেষ কথা। সোনম যেন ফ্যাশন আইকন।
করবা চৌথের দিন জানিয়েছিলেন উপোস করবেন না কারণ তাঁর স্বামীর পছন্দ নয়।