Oct 16, 2022
Anurupa Chakraborty
মেয়ে নিশা সাত বছরে পা দিল, তাই আয়োজন ছিল বিরাট। বার্থডে পার্টিতে উপস্থিত ছিলেন কাছের মানুষেরা।
সাদা বার্বি গাউন, মায়ের পিঠে চেপে জন্মদিনের শুরু করলেন নিশা।
বাবার বড্ড আদরের সে। মেয়ের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিলেন ড্যানিয়েল ওয়েবার।
দিদির জন্মদিনে ভাইদের উচ্ছাস দেখার মত। নিজেদের মত আনন্দ করতে ব্যস্ত তারা।
এদিকে প্রিন্সেস নিশা তৈরি জন্মদিনের আনন্দে ভাসবেন বলে। পোজ দিয়ে তুললেন ছবি।
কেক কাটার পরেই বাবা মা একসঙ্গে কেক খাইতে দিলেন মেয়েকে।
পরিবারের সকলে একসঙ্গে। দুই ভাই নিশার চোখের মণি, সানি এবং ড্যানিয়েল - একসঙ্গে ফ্রেমে উপস্থিত সকলেই।