ফাহাদ আহমেদ এবং স্বরা ভাস্কর বিয়ে করেছেন সবেমাত্র কিছুদিন হল।
Feb 20, 2023
Anurupa Chakraborty
তারমধ্যেই ভয়ঙ্কর বিতর্ক এবং চর্চা! তাঁদের বিয়ে নিয়ে চরম শোরগোল।
১৬ই ফেব্রুয়ারি স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন তাঁরা। কিন্তু কে এই ফাহাদ আহমেদ?
সমাজবাদী পার্টির সঙ্গে ২০২২ সাল থেকে জুড়েছেন ফাহাদ। সমাজবাদীর যুব নেতা স্বরার স্বামী ফাহাদ।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর টাটা ইন্সটিটিউটের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সমাজের স্বার্থে।
ফাহাদ TISS-র জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি নেতৃত্ব দিয়েছিলেন প্রতিবাদী মিছিলে। SC, ST এবং OBC পড়ুয়াদের মাইনে সংক্রান্ত বিষয় নিয়ে লড়েছিলেন তিনি।
MPhil এবং PhD এর সদস্য হওয়ার পরেও তিনি পরবর্তীতে PhD থেকে নিজেকে সরিয়ে নেন। তখন TISS-থেকে বেরিয়েও এসেছিলেন ফাহাদ।
অ্যান্টি CAA -এর প্রতিবাদে এক চেনা মুখ ফাহাদ। তাঁকে নানান ভুমিকায় দেখা গিয়েছিল সেই আন্দোলনে।