কিছুদিনের বিরতি শেষে শ্বেতা ভট্টাচার্য আবারও ফিরছেন টেলিপর্দায়
Sep 10, 2022
Anurupa Chakraborty
'যমুনা ঢাকির' যমুনার ঝুলিতে আবারও এক নতুন ধারাবাহিক।
শোনা যাচ্ছে, উমা ধারাবাহিকের পরিচালকের নতুন ধারাবাহিকে থাকতে পারেন শ্বেতা।
সম্ভবত, জি বাংলাতে আসতে চলেছে এই ধারাবাহিক।
সম্পূর্ণ প্রেমের গল্প হতে চলেছে এই ধারাবাহিক
জুলাই মাসে যমুনা ঢাকির সম্প্রচার শেষ হয়। তারপর স্বল্প দিনের বিশ্রাম, এরই মধ্যে আবারও তৈরি শ্বেতা।
অভিজিৎ সেনের প্রজাপতি ছবির শুটিং করছিলেন তিনি। তবে ব্যাস্ততা কমতেই আবারও ছোটপর্দায় অভিনেত্রী।
'সিঁদুরখেলা' ধারাবাহিক দিয়ে শুরু, তারপর একাধিক কাজ করেছেন জি-র সঙ্গে। 'জড়োয়ার ঝুমকো', 'যমুনা ঢাকি'র পর আবারও নতুন প্রোজেক্টে অভিনেত্রী।