এবছর বেনারসে ছুটি কাটিয়েছেন টলিপাড়ার বহু তারকারা। কেউ কেউ আবার কাজেও গিয়েছিলেন।

Jan 07, 2023

Anurupa Chakraborty

বছর শেষে সোহিনী সরকার গিয়েছিলেন বেনারস, একান্ত মুহূর্তে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রান্তিক বন্দোপাধ্যায় এক্কেবারে ধুতি পরে ঘুরে বেড়িয়েছেন বেনারসের এদিক ওদিক। তিনিও রয়েছেন এই তালিকায়।

অঙ্কিতা চক্রবর্তীও গিয়েছেন প্রান্তিকের সঙ্গে। যুগলে একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন।

তবে, বলাই বাহুল্য যে তিনজনে! সোহিনী প্রান্তিক এবং অঙ্কিতা একসঙ্গে গিয়েছেন মহাদেবের শহরে।

দেব গিয়েছিলেন বেনারস, পুজো দিয়েছিলেন কাশি বিশ্বনাথে।

প্রজাপতি ছবির কারণেই মিঠুন এবং গোটা টিম সেই সময় উপস্থিত ছিল সেখানে।

একেন বাবু অনির্বাণ চক্রবর্তী বাদ যাবেন কেন? ঠান্ডা চুলোয় যাক! গায়ে হুডি, তিনিও ব্যস্ত ছবি তুলতে।