Jan 04, 2023
Anurupa Chakraborty
দিন কয়েক আগেই চলে গিয়েছেন না ফেরার দেশে, তবে মা বনিতা শর্মা আজও মেয়ের জন্মদিন পালন করেছেন।
মেয়েকে হারিয়ে শোকে পাথর বনিতা, তারপরেও আজ নিজের মত করেই উদযাপন করেছেন। কথা ছিল, সারপ্রাইজ দেওয়ার।
বিরাট ভাবে নয়, বরং থিম কেক কাটা হবে এবং মেয়ের বন্ধুদের ডাকবেন এমনটাই প্ল্যান ছিল।
মেয়ে নেই, কিন্তু কেক কাটতে ভুল হয়নি তাঁর। অভিনেত্রীর স্মৃতির উদ্দেশ্যেই কেক কেটেছেন তিনি।
প্রতিবারের জন্মদিন উপলক্ষে অনেক প্ল্যান থাকত তাঁর। বনিতা জানিয়েছেন, শপিং করতে ভালবাসত না। কিন্তু দামী জিনিস খুব পছন্দ করত। বড় গাড়ি কিনেছিল সে।
নিজের বাড়িতেই থাকত সে। বাড়ি ছেড়ে যাওয়ার ঘটনাও ভুয়ো বলেই দাবি করেছেন বনিতা। একসঙ্গে ভাড়ার বাড়িতে থাকতেন তাঁরা।
তাঁর তুন্নু সবসময়ই নিজের সঙ্গে সঙ্গে মায়ের কথাও ভাবত। প্ল্যানিং ছিল সামনেই নতুন ফ্ল্যাট কেনার।
গতবারের জন্মদিনও কেটেছে আড়ম্বরে, এবার সেই মানুষটাই তো নেই...অল্পবয়সেই চলে গিয়েছেন তুনিশা।