সদ্য ২৯শে পা দিলেন অভিনেত্রী উর্বশী রাউটেলা।
Mar 01, 2023
Anurupa Chakraborty
জন্মদিন সেলিব্রেট করতেই উড়ে গিয়েছিলেন প্যারিসে। সেখানেই তাক লাগানো সব ডেকোরেশন।
এলাহি আয়োজন, থিম পার্টি... কত টাকা ওড়ালেন তিনি?
যদিও সেই নিয়ে চর্চার শেষ নেই। সেভাবে সিনেমার অফার নেই, টাকা আসছে কোথা থেকে এমন প্রশ্নও শোনা গেল।
জন্মদিনের কাপকেপ উপলক্ষে নাকি ৯৩ লক্ষ টাকা! কতগুলো কেক গুনে শেষ করা যাবে না।
সারি সারি গোলাপ, সঙ্গে তিন চাররকম কেক! তাকিয়ে থাকার মত।
পরনে নীল পোশাক এবং এবং দামী সব গয়না... ঠিক যেন পরী উর্বশী।
কিন্তু বাঁকা চোখে তাকালেন অনেকেই। তাঁদের কথায়, প্রাইভেট বিমান থেকে এত দামি সব গয়না - হচ্ছে টা কি?