শহরে পৌঁছলেন ভিকি কৌশল, উত্তেজনা তুঙ্গে

Nov 21, 2022

Anurupa Chakraborty

এর আগে অনেক বলি তারকারাই এসেছেন শহরে শুটিং করতে, এবার ভিকির পালা।

বেলা গড়াতেই এয়ারপোর্টে নামলেন, তাঁকে দেখে উত্তেজিত অনুরাগীরা

সামনের ৭-৮ দিন শহরের নানান জায়গায় তিনি শুটিং করবেন।

ব্যারাকপুরে শুটিং করবেন। রয়েছেন বাইপাসের একটি হোটেলে।

শ্যাম মানেকশর ভূমিকায় কাজ করছেন। সেই ছবির শুটিং করতেই এসেছেন ভিকি।

ইতিমধ্যেই তাঁর আসার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। একবার তাঁকে সামনে থেকে দেখার ইচ্ছে অনেকেরই।

খুব ব্যস্ততা, নিজেকে শ্রেষ্ঠভাবে ফুটিয়ে তুলতে খামতি রাখছেন না ভিকি।