কিছুদিন ধরেই ভাল ছিল না শরীর। মৃত্যুর খবর রটেছিল দিন দুয়েক আগেই, তবে আজ আর শেষরক্ষা হল না। পরলোকে পাড়ি দিলেন বিক্রম গোখলে।

Nov 26, 2022

Anurupa Chakraborty

১৯৭১ সালে শুরু। অমিতাভের সঙ্গে পারওয়ানা ছবি দিয়েই সিনেদুনিয়য় আত্মপ্রকাশ।

৮০ টির বেশি ছবি, এবং ১৭টির বেশী টেলিভিশন শোয়ে তাঁকে দেখা গেছে। হিন্দি, মারাঠি নানান ভাষায় কাজ করেছেন।

তথাকথিত দোর্দণ্ড চরিত্রে নিজেকে আরও বেশি করে ফুটিয়ে তুলতেন তিনি।

ভুল ভুলাইয়া থেকে হম দিল দে চুকে সনম ছবিতে কাজ করেছেন। প্রশংসা কুড়িয়েছেন অনেকের।

মারাঠি ছবি আঘাত দিয়ে পরিচালনার দিকে নজর দিয়েছিলেন তিনি।

পেয়েছেন জাতীয় পুরস্কার, মারাঠি ছবি অনুমতিতে অসাধারণ অভিনয় দিয়ে মন জয় করেছিলেন।

১৫ দিন ধরে টানা হাসপাতালে, আজ সকাল থেকেই আশঙ্কাজনক অভিনেতা। ভেন্টিলেশনে সাপোর্টে ছিলেন।

পুনেতে হবে শেষকৃত্য। বাল গঙ্গাধর সভাগৃহ থেকেই তাঁর মরদেহ রওনা হবে।