/indian-express-bangla/media/media_files/2024/12/20/NybDxz0GseNSx9KtJXVD.jpg)
জয়পুর পেট্রোল পাম্পে আগুন Photograph: (ফাইল চিত্র)
Jaipur Petrol Pump Blast: পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তে পুড়ে ছাই একাধিক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কমপক্ষে ৩৫ জন।
শুক্রবার সকালে জয়পুরের আজমির রোডের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় তিন ডজনের কাছকাছি। জানা গিয়েছে পেট্রোল পাম্পে পার্ক করা একটি সিএনজি ট্যাঙ্কার থেকে আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দুর্ঘটনায় ৫ জনের ঝলসে মৃত্যু হয়েছে। দমকলের ২২ টি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর অনুসারে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোর সাড়ে ৫টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটি সিএনজি ট্যাঙ্কে প্রচণ্ড বিস্ফোরণ হয়। বিস্ফোরণে যাত্রী বোঝাই একটি বাস সহ আশেপাশের যানবাহনগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। সিভিল ডিফেন্স ও স্থানীয় লোকজনের সাহায্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কলকাতায় অতর্কিতে সটান হানা গেস্ট হাউসে, গুলি-বন্দুক-সহ STF-এর জালে ২
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি ট্যাঙ্কার আজমীর থেকে জয়পুরের দিকে আসছিল। আজমীরের কাছে ইউ-টার্ন নেওয়ার সময় জয়পুর থেকে আসা একটি ট্রাক এবং ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ইতিমধ্যে গোটা দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় প্রায় ৩৫ জন আহত হয়েছেন এবং তাদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। জয়পুর পুলিশ আহতদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে।