নরেন্দ্র মোদীর ক্যামেরার দাম কত জানেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানারকম শখের মধ্যে ফটোগ্রাফিও রয়েছে

প্রধানমন্ত্রী যখনই কোথাও সফরে যান, সেখানে তিনি জঙ্গলে ঘুরতে যান। জঙ্গলে গিয়ে বন্যপ্রাণকে ক্যামেরাবন্দি করা তাঁর একটা নেশা।

এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গুজরাটে গিয়েছেন। আজই তাঁর সফরের শেষদিন।

সোমবার গুজরাটের গির জাতীয় উদ্যানে সাফারি করতে যান।

জঙ্গল সাফারিতে গিয়ে বন্যপ্রাণ এবং প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করেন মোদী।

প্রধানমন্ত্রীর হাতে যে ক্যামেরা রয়েছে তার দাম কত জানেন, সেই ক্যামেরা কোন সংস্থার এবং এর দাম কত?

ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর হাতে যে ক্যামেরা রয়েছে সেটি Nikon-এর।

এই ক্যামেরার লেন্স অনেক দামি।

মোদীর হাতে থাকা Nikon NIKKOR Z 180-600mm f/5.6-6.3 VR Lens-এর দাম অনলাইন শপিং সাইট অ্যামাজনে ১,৫২,৯৯০ টাকা।

তবে এই লেন্সই তাঁর ক্যামেরায় রয়েছে কি না তা স্পষ্ট নয়, অন্য লেন্সও হতে পারে।