স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের 'স্বাস্থ্য ভবন সাফাই অভিযান' ঘিরে মঙ্গলবার দুপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেক স্বাস্থ্য ভবন চত্বরে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

৬ দফা দাবিতে অভিযান জারি রেখেছেন তাঁরা

স্বাস্থ্য ভবনের ১০০ মিটার দূরে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ। আগে থেকে রাস্তায় ব্যারিকড করে রাখা হয়েছিল। পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান

জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

প্রতীকী মস্তিষ্ক নিয়ে মিছিল

প্রতীকী মস্তিষ্ক হাতে এদিন মিছিলে হাঁটেন জুনিয়র ডাক্তারেরা। আরজি কর কাণ্ডে চাপ-পাল্টা চাপে তুমুল উত্তেজনা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা ভাঙার দাবি

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, স্বাস্থ্য ভবনে এমন অনেকে রয়েছেন যাঁরা প্রত্যক্ষভাবে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে নানা দুর্নীতিতে সরাসরি মদত দিচ্ছেন বা দিয়েছেন। সেই সমস্ত স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

রাস্তায় বসে বিক্ষোভ

এদিন স্বাস্থ্য ভবন থেকে ১০০ মিটার দূরেই জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়ার চিকিৎসকরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

আলোচনায় বসতে রাজি স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারী চিকিৎসকদের একটি দলের সঙ্গে কথা বলতে রাজি রয়েছেন স্বাস্থ্য সচিব। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা চলবে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

সুপ্রিম নির্দেশেও অনড় আন্দোলনকারীরা

সুপ্রিম কোর্ট আজ বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে বলেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তবে আপাতত নিজেদের দাবি আদায়ের পথে অনড় আন্দোলনকারীরা।