Blood Moon দেখার সেরা ৮ গন্তব্য
আগামী মাসে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। পূর্ণ চন্দ্রগ্রহণকে 'ব্লাড মুন'ও বলা হয়। এখন এই চমকপ্রদ দৃশ্য দেখা যাবে ২০২২ সালের পর। শেষবার পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ৮ নভেম্বর ২০২২ সালে। বিশ্বের কয়েকটি দেশে এই পূর্ণ চন্দ্রগ্রহণ বা 'ব্লাড মুন' দেখা যাবে।