কুকুর না বিড়াল, পোষার জন্য কোন প্রাণী ভাল?
কুকুর না বিড়াল, যুগ যুগ ধরে পশুপ্রেমীদের মধ্যে এই বিতর্ক চলছেই। দুই প্রাণীর মধ্যে বাড়িতে পোষার জন্য কোনটা ভাল।
কুকুর না বিড়াল, যুগ যুগ ধরে পশুপ্রেমীদের মধ্যে এই বিতর্ক চলছেই। দুই প্রাণীর মধ্যে বাড়িতে পোষার জন্য কোনটা ভাল।
বিড়াল অনেক স্বাধীনচেতা। সে স্বাধীন ভাবে থাকতে ভালবাসে। কিন্তু কুকুর মালিকের অনুগত। তাই কেমন পোষ্য চাইছেন তা দুই প্রাণীর স্বভাবের উপর নির্ভর করছে।
বিড়াল সাধারণত ঘরে সক্রিয় থাকলে আপনার বিনোদনের অভাব হবে না। সে একা একাই খেলতে পারে। আবার কুকুর পুষলে সে নিজেও খেলে এবং আপনাকেও তার সঙ্গে খেলতে বাধ্য করে।
বিড়াল নিজেই নিজের যত্ন নিতে পারে। কিন্তু কুকুর পুষলে তার যত্নআত্তির জন্য সময় এবং টাকা দুই-ই খরচ করতে হবে।
কুকুর পাহারাদার প্রকৃতির। বাড়িতে অচেনা কেউ এলে সারমেয় চেঁচাবে। কিন্তু বিড়াল সেসবের ধার ধারে না। উল্টে সে পালিয়ে যাবে।
কুকুরের বাইরে ঘোরার শখ আছে। কুকুর ঘরে আটকে থাকতে চায় না। আপনার সঙ্গে বাইরে বেড়াতে যেতে চাইবে। কিন্তু বিড়াল পুষলে সে ঘরেই থাকতে ভালবাসে।
কুকুর অনেক বেশি বুদ্ধিমান। আপনার বিপদে-আপদে রক্ষা করবে। কিন্তু বিড়াল সেরকম নয়। আপনার আজ্ঞাকে পাত্তা দেবে না। কুকুরের সঠিক প্রশিক্ষণ হলে সে আপনার যোগ্য সঙ্গী হতে পারবে।
বিড়াল বেশ শান্তশিষ্ট থাকে। শুয়ে-বসে থাকলে ভাল। গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেই যথেষ্ট। কিন্তু কুকুর বেশি চঞ্চল। দৌড়ঝাঁপ করতে ভালবাসে।
{{ primary_category.name }}