বিরাট কোহলি: নবম শ্রেণিতে যখন পড়ছেন কোহলি, সেই সময়ে পশ্চিম বিহারের কনভেন্ট স্কুলে চলে আসেন। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেই স্কুলেই তিনি পড়াশোনা করেন।
Oct 26, 2022
Chinmoy Bhattacharya
সুরেশ রায়না— জাতীয় দলে যোগ দেওয়ার আগে সুরেশ রায়না হাই স্কুলের পাঠ শেষ করেন সফলভাবে।
যুবরাজ সিংহ — দ্বাদশ শ্রেণি পর্যন্ত যুবরাজ সিংহ ডিএভি পাবলিক স্কুলেই পড়তেন।
বীরেন্দ্র শেওয়াগ— জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন।
সৌরভ গঙ্গোপাধ্যায় — সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন। এর পরে সাম্মানিক পিএইডি ডিগ্রিও পান সৌরভ।
সচিন তেন্ডুলকর — সারদাশ্রম বিদ্যামন্দির স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন সচিন।
রোহিত শর্মা — প্রাইমারি এডুকেশন শেষ করেন ভেলানকানি স্কুল থেকে। ভাল ক্রিকেট খেলার জন্য স্বামী বিবেকানন্দ স্কুলে রোহিতের নাম নথিভুক্ত করা হয়।
মহেন্দ্র সিংহ ধোনি— ক্রিকেটে আসার আগে ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছিলেন। এর পরে নিজের উৎসাহেই ক্লাস টুয়েলভ পাস করেন ধোনি।