কাতার বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসের সবথেকে দামি।

ছবি সৌজন্যে: টুইটার

Nov 19, 2022

Chinmoy Bhattacharya

টিকিটের দামেও বাকি সমস্ত সংস্করণকে পিছনে ফেলে দিয়েছে কাতার বিশ্বকাপ

ছবি সৌজন্যে: টুইটার

২০১৮-য় রাশিয়া বিশ্বকাপে টিকিটের যা দাম ছিল। তার প্রায় ৪০ শতাংশ বেশি দামে টিকিট কিনতে হচ্ছে সমর্থকদের।

ছবি সৌজন্যে: টুইটার

চার বছর আগের ফাইনাল ম্যাচের টিকিট বিকোচ্ছে ৫৯ শতাংশ বেশি দামে।

ছবি সৌজন্যে: টুইটার

ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে গড়ে বিশাল ৬৮৪ পাউন্ড বা ৮১২ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৫৬ হাজার টাকা।

ছবি সৌজন্যে: টুইটার

গ্রুপ পর্বের যেকোনও ম্যাচের টিকিটের দাম রাশিয়ায় ছিল ২১৪ পাউন্ড। কাতারে সেই টিকিটের দামই ২৮৬ পাউন্ড।

ছবি সৌজন্যে: টুইটার

ফিফা আগে জানিয়েছিল, কাতারের আটটি ভেন্যুর তিন মিলিয়ন টিকিট দু-বছর আগেই অগ্রিম বিক্রি হয়ে গিয়েছিল।

ছবি সৌজন্যে: টুইটার

২০০৬-এ জার্মানি ওয়ার্ল্ড কাপ ছিল এতদিন সবথেকে দামি। ম্যাচ টিকিটের গড় মূল্য ছিল ১০০ পাউন্ড।

ছবি সৌজন্যে: টুইটার