বিশ্বকাপে রাতে একাই রুমে থাকছেন মেসি
ছবি সৌজন্যে: টুইটার
Nov 20, 2022
Chinmoy Bhattacharya
সাধারণত আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টে ক্রীড়াবিদদের জন্য নির্দিষ্ট রুম বরাদ্দ থাকে
ছবি সৌজন্যে: টুইটার
তবে আর্জেন্টিনা দল টিম বন্ডিং বাড়ানোর জন্য একই রুমে দুই সতীর্থকে রাখার প্রথায় বিশ্বাসী
ছবি সৌজন্যে: টুইটার
মেসি যুব স্তর থেকেই জাতীয় দলের খেলার সময় রুম শেয়ার করেন সের্জিও আগুয়েরোর সঙ্গে
ছবি সৌজন্যে: টুইটার
বিশ্বকাপ-কোপা হোক, বা ফ্রেন্ডলি ম্যাচ- মেসি-আগুয়েরো বরাবরের সতীর্থ। মাঠ এবং মাঠের বাইরেও
ছবি সৌজন্যে: টুইটার
আগুয়েরো নেই কাতার বিশ্বকাপে। তাই মেসি একাই রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন
ছবি সৌজন্যে: টুইটার
বিফ বার্বিকিউ খাওয়ার ট্র্যাডিশন ধরে রাখার জন্য আর্জেন্টিনা এবার ঠাঁই গেড়েছে কাতার বিশ্ববিদ্যালয় চত্ত্বরে
ছবি সৌজন্যে: টুইটার
আর্জেন্টিনা থেকেই প্যাকেটজাত গরুর মাংস নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে আর্জেন্টিনার নিজস্ব শ্যেফ-ও রয়েছেন
ছবি সৌজন্যে: টুইটার